Khaborer Patrika
ঢাকারবিবার , ১৩ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

খবরের পত্রিকা’র রাজারহাট প্রতিনিধির পিতার পরলোকগমন

প্রতিবেদক
বার্তা কক্ষ
জুলাই ১৩, ২০২৫ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও খবরের পত্রিকা’র রাজারহাট প্রতিনিধি শ্রী রতন রায়ের পিতা মধুসূদন রায় (৬৬) পরলোকগমন করেছেন। তিনি রাজারহাট ইউনিয়নের দেবীচরণ গ্রামের বাসিন্দা মৃত উপেন্দ্র নাথ রায়ের পুত্র।

রোববার ভোর ৪টায় চিকিৎসারত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে স্ত্রী ও তিন সন্তান রেখে যান। রোববার দুপুরে শিতলির দিঘি মহাশ্মশানে মধুসূদন রায়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

শোকাহত পরিবার জানান, গত বুধবার রাত দুইটায় নিজবাড়ীতে ব্রেইন স্ট্রোক হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা জন্য ভর্তি করা হয়।

উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক, খবরের পত্রিকার প্রতিনিধি ও উপজেলা হিন্দু যুব মহাজোট সভাপতি শ্রী রতন রায়ের পিতার পরলোকগমনে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রেসক্লাব সভাপতি আনিসুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক আইয়ুব আলী আনসারি, উপজেলার হিন্দু যুব মহাজোট, হিন্দু বৌদ্ধ -খ্রিস্টান কল্যাণ ফ্রন্ড, আহ্বায়ক সুভাষ সরকার, পুজা উদযাপন ফ্রন্ড, আহ্বায়ক পীযুষ রায়, সদস্য সচিব – স্বপন সাহাসহ প্রমুখ, খবরের পত্রিকার সম্পাদক মতিউর রহমান মুসা, নিজস্ব প্রতিবেদক সুমন কুমার নিতাই প্রমুখ।