Khaborer Patrika
ঢাকাশনিবার , ১২ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদক
বার্তা কক্ষ
জুলাই ১২, ২০২৫ ১০:২২ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামী নন্দীগ্রাম উপজেলা শাখার উদ্যোগে মাসিক রুকন সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১২জুলাই) সকাল ৯ টায় নন্দীগ্রাম উপজেলা জামায়াতের নিজস্ব কার্যলয়ে এই রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। নন্দীগ্রাম উপজেলা জামায়াতের আমির মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারী গোলাম রাব্বানীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা জামায়াতের আমীর আব্দুল হক।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু, এতে স্বাগত বক্তব্য রাখেন, নন্দীগ্রাম উপজেলা কেয়ারটেকার অ্যাড. আব্দুল হালিম, উপজেলা সাবেক নায়েবে আমির আনোয়ারুল হক, নন্দীগ্রাম কর্ম পরিষদের সদস্য মাওলানা আবু আইয়ুব সাঈদী, বাইতুল মাল সেক্রেটারি আব্দুল মালেক, নন্দীগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক নায়েবে আমির নুরুল ইসলাম মন্ডল, পৌর জামায়াতের সভাপতি, জাহিদুল ইসলাম, সেক্রেটারি আব্দুল আলিম, নন্দীগ্রাম শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ বোরহান উদ্দিন, যুব পরিষদের আবুজার ফটিক, নন্দীগ্রাম পৌর আমীর জাহিদ হোসেন, পৌর অর্থ সম্পাদক আব্দুস ছাত্তার, যুব ইউনিটের সভাপতি রাকিবুল হাসান রাকিব, মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী। এছাড়াও উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আমিরুল ইসলাম মোমিন, সেক্রেটারী মুনিরুল ইসলাম মুনির, ১নং বুড়ইল ইউনিয়ন আমীর হোসেন আজাদী, সেক্রেটারি জহুরুল ইসলাম, ২নং সুলতান আহমেদ, ৩নং একরামুর রেজা টুকু , ৪নং আব্দুস ছামাদ, ৫নং জুলফিকার সহ বিভিন্ন ইউনিটের কর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলনে বক্তারা রুকনদের মানউন্নয়ন, ব্যক্তিগত রিপোর্ট পর্যালোচনা, নফল ইবাদাত, সমাজসেবামূলক কার্যক্রম বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। অনুষ্টান শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।