বগুড়ার নন্দীগ্রামে পৌরসভার ২নং ওয়ার্ড ওমরপুর বাসস্ট্যান্ডে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৪০হাজার টাকা খোয়ালেন এক বিকাশ ব্যবসায়ী।
প্রাপ্ত তথ্যে জানা যায় ১১ই জুলাই (শুক্রবার) বিকাল আনুমানিক সাড়ে ৩টার দিকে গুন্দইল গ্রামের ইসমাইল স্টোরের স্বত্বাধিকারী মোঃ ইসমাইল হোসেন এর দোকানের সামনে মাইক্রোগাড়ী থামিয়ে প্রথমে গাড়ী থেকে একজন মহিলা নেমে দোকানে গিয়ে বিভিন্ন জিনিসপত্র নেওয়ার জন্য দরদাম জিজ্ঞেস করতে থাকেন এবং কিছু জিনিসও ক্রয় করেন এরপর অপর একজন লোক একই গাড়ী থেকে নেমে এসে টাকা পরিশোধ করার জন্য পকেট থেকে টাকা বের করে দিতেই বিকাশ ব্যবসায়ী ইসমাইল হোসেন মুহুর্তের মধ্যেই সংজ্ঞা হারিয়ে ফেলেন। আর এই সুযোগেই বিকাশ ব্যবসার জন্য ড্রয়ারে রাখা ৪০হাজার টাকা নিয়ে দ্রুত গতিতে স্থান ত্যাগ করে অজ্ঞান পার্টির সদস্যরা!
কিছুক্ষণ পর সংজ্ঞা ফিরে পেয়ে ইসমাইল হোসেন বুঝতে পারেন তার ড্রয়ারে রাখা ৪০হাজার টাকা উধাও।
এবিষয়ে বিকাশ ব্যবসায়ী ইসমাইল হোসেনের সাথে কথা বললে তিনি বলেন দুইজন লোক এসে আমার দোকানে বিভিন্ন জিনিসপত্রের দরদাম জিজ্ঞেস করতে থাকেন এবং কিছু জিনিসও কিনেন তারপর টাকা বের করে আমার হাতে দিতেই আমি কেমন জানি হয়ে যাই এরপর আর কিছুই বলতে পারিনা! কিছু সময় পর একটু স্বাভাবিক হয়ে দেখি ড্রয়ারে রাখা ৪০হাজার টাকা নাই। তিনি আরো বলেন আমার ধারণা টাকার সাথেই হাইপাওয়ার কোন কেমিক্যাল মেশানো ছিল যেটাতে আমি মুহুর্তেই অজ্ঞান হয়ে যাই, আর তাতেই আমার সর্বনাশ হয়ে যায়। একসাথে ৪০হাজার টাকা খোয়া যাওয়াতে আমার ব্যবসায়ের চরম ক্ষতি হয়ে গেল।