বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে জামায়াতে ইসলামী বাংলাদেশের মনোনীত প্রার্থী হচ্ছেন আন্তর্জাতিক গবেষণা ও যুব সংগঠন নেতৃত্বে অভিজ্ঞ ড. মোস্তফা ফয়সাল পারভেজ। তিনি বগুড়ায় জন্মগ্রহণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও প্রথম শ্রেণিতে মাস্টার্স সম্পন্ন করেন।
বর্তমানে তিনি তুরস্কের গাজি ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান ও লোক প্রশাসন বিভাগে গবেষণারত। তার পিএইচডি অভিসন্দর্ভের বিষয়—“আন্তর্জাতিক অভিবাসনের গ্লোবাল গভর্নেন্স: রোহিঙ্গা রিফিউজির কেস স্টাডি”।
ড. ফয়সাল এরই মধ্যে চারটি বই প্রকাশ করেছেন। এর মধ্যে ‘আতাতুর্ক থেকে এরদোয়ান: বদলে যাওয়া তুরস্কের ১০০ বছর’ পাঠকমহলে ব্যাপক আলোচিত। এছাড়া ২০১২ সালে প্রকাশিত হয় তার প্রথম বই ‘তত্ত্বাবধায়ক সরকার: অতীত ও ভবিষ্যৎ’। আন্তর্জাতিক জার্নালসহ বিভিন্ন গবেষণা সংকলনে তার ১০টির বেশি প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
সম্প্রতি তিনি ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্ট অর্গানাইজেশন (IIFSO)-এর সম্মেলনে বিশ্বের ৬০টি দেশের ছাত্র ও যুব সংগঠনের প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে মহাসচিব নির্বাচিত হয়েছেন। ২০২৩-২০২৬ মেয়াদে তিনি এ দায়িত্ব পালন করছেন।
তিনি বর্তমানে আঙ্কারাভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ANKASAM-এর সঙ্গে যুক্ত। একইসঙ্গে তিনি এশিয়ান রিজিয়নের IIFSO’র শুরা সদস্য ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি এশিয়ান ইয়ুথ অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বেও রয়েছেন।
রাজনৈতিকভাবে সক্রিয় হলেও আন্তর্জাতিক পরিসরে চিন্তাশীল যুব গবেষক ও লেখক হিসেবেই অধিক পরিচিত ড. মোস্তফা ফয়সাল পারভেজ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে তিনি ইতোমধ্যে মাঠে সক্রিয় হয়েছেন।
উল্লেখ্য, গত (৫ এপ্রিল) শনিবার বগুড়া শহীদ টিটু মিলনায়তনে ইসলামী ছাত্রশিবিরের সাবেক কর্মী, সাথী ও সদস্যদের প্রীতি সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান দলের মনোনীত প্রার্থী বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে অধ্যক্ষ মাওলানা তায়েব আলীর নাম ঘোষণা করেন। কিন্তু (১লা জুন) সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন অধ্যক্ষ মাওলানা তায়েব আলী।