গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ৭০ গ্রাম হেরোইন, একটি মোবাইল ফোন ও একটি প্রাইভেট কারসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতাররা হলেন- বগুড়ার শাহজাহানপুর উপজেলার দুরুলিয়া মৃধাপাড়ার মাদক ব্যবসায়ী সবুজ, জোকা মোল্লাপাড়ার শিবলু ও বেতগাড়ী লিচুতলার রফিকুল ইসলাম। এ ঘটনায় নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ডিবি সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ১০টা ৩৫ মিনিটে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার সদর ইউনিয়নের রনবাঘা বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে হেরোইন, একটি মোবাইল ফোন ও একটি প্রাইভেট কারসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। ডিবি জানায়, মাদকের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই বিষয়ে নন্দীগ্রাম থানায় একটি মামলা দায়ের হয়েছে।