স্টাফ রিপোর্টারঃ বগুড়ার নন্দীগ্রামে নূরনবী খান নয়া উপজেলা প্রকৌশলী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। এর আগে নূরনবী খান সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলা প্রকৌশলী হিসেবে দায়িত্বে পালন করেন। অপরদিকে সাবেক প্রকৌশলী শা-রীদ শাহনেওয়াজ রাজশাহী বিভাগ উন্নয়ন প্রকল্প এলজিইডি ঢাকা সদর দপ্তরে যোগদান করেছে। নবাগত প্রকৌশলী নূরনবী খানকে (৪মার্চ) সোমবার বিকেলে বিদায়ী প্রকৌশলী শা-রীদ শাহনেওয়াজ দায়িত্ব বুঝে দেন। নয়া প্রকৌশলী নূরনবী খানকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন অফিস সহকারীরা।