Khaborer Patrika
ঢাকারবিবার , ২৯ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ কৃষকের পাশে সাবেক এমপি মোশারফ হোসেন

প্রতিবেদক
বার্তা কক্ষ
জুন ২৯, ২০২৫ ১০:৪৪ অপরাহ্ণ
Link Copied!

মামুন আহমেদ, স্টাফ রিপের্টার:

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের সরিষাবাদ গ্রামের আমিনুল ইসলাম নামের এক কৃষকের বসতবাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে ভস্মীভুত হয়েছে। এই খবর জানতে পেরে আসহায় ওই কৃষক পরিবারের পাশে দাঁড়িয়েছেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।

গত শনিবার বিকেলে তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ওই কৃষকের বসতবাড়ি পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেন। এই সময় তার সঙ্গে ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আরিফুল ইসলাম মজনু, যুবদল নেতা গোলাপ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক মতিউর রহমান মুসা, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নুরনবী, ছাত্রদল নেতা নবীর শেখ, মেহেদী হাসান ও শাহীন প্রমুখ। উল্লেখ্য গত ১৭ জুন বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে কৃষক আমিনুল ইসলামের বসতবাড়ি পুড়ে ভস্মীভুত হয়।