Khaborer Patrika
ঢাকারবিবার , ২৯ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

সহধর্মিনীকে নিয়ে বিএনপি নেতাদের দেখতে হাসপাতালে ছুটে গেলেন সাবেক এমপি মোশারফ 

প্রতিবেদক
বার্তা কক্ষ
জুন ২৯, ২০২৫ ১০:৩০ অপরাহ্ণ
Link Copied!

মামুন আহমেদ, স্টাফ রিপোর্টার:

বগুড়ার নন্দীগ্রামে বিএনপি নেতা সহ নির্বাচনী এলাকার অসুস্থ রোগীদের হাসপাতালে দেখতে সহধর্মিনীকে ছুটে গেলেন সাবেক এমপি মোশারফ হোসেন।

নন্দীগ্রাম উপজেলার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রভাষক আব্দুল বারী বারেক ও  নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের কৃতি সন্তান পেং হাজারকি উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক  ফরিদুল ইসলাম ফরিদ মাস্টার বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকায় ঢাকা বারডেম হাসপাতাল ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির খবর শুনে স্ত্রীকে নিয়ে দ্রুত হাসপাতালে তাদের দেখতে ছুটে গেলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়ার ৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।

সে সময় সাবেক এমপি উন্নত চিকিৎসা সহ তাদের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। এসময় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, হঠাৎই শুনতে পাই আমার নন্দীগ্রাম সদর ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান আব্দুল বারী বারেক ভাই ও আমার ইউনিয়নের‌ পেং হাজারকি উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক  মানুষ গড়ার কারিগর প্রিয় ফরিদুল ইসলাম ফরিদ (মাস্টার) ভাই বেশ কিছুদিন ধরে অসুস্থ হাসপাতালে ভর্তি হয়ে রয়েছে খবরটি শুনা মাত্রই আমিও আমার সহধর্মিনী তাদের দেখতে হাসপাতালে  ছুটে যাই। তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করে দেই। ফরিদ ভাই সিট না পেয়ে বারান্দায় ছিল।আমাদের দলীয় ডাক্তার ভাইদের সহযোগিতায় বারান্দা থেকে ফরিদ ভাইকে ICU তে ভর্তি করিয়ে দেই। দোয়া করি আল্লাহ্ পাক যেন আমার প্রিয় ভাইদের দ্রুত সুস্থতা দান করেন। আমার নির্বাচনী এলাকার কোন ভাইবোন যদি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকে তাদের খবর শুনে বসে থাকতে পারিনা। খবর পাওয়া মাত্রই আমি তাদের কাছে ছুটে যাই। আমি সব সময় আমার নির্বাচনী এলাকার মানুষদের সাথে দুঃখের দিনেও পাশে ছিলাম এখনো আছি আছি ভবিষ্যতে সুখের সময়েও থাকবো ইনশাআল্লাহ।