বগুড়ার নন্দীগ্রামে হাবিবুর রহমান নামের এক ব্যক্তির বাগানে কিটনাশক প্রয়োগ করে শাতধিক গাছ পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তর। পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন বাগান মালিক। এতে প্রায় ২০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থরা। শুক্রবার (২৭ জুন) রাতে উপজেলার বুড়ইল ইউনিয়নের সরিষাবাদ গ্রামে এই ঘটনাটি ঘটে।
এই ঘটনায় বাগান মালিক হাবিবুর রহমান বাদী হয়ে শনিবার (২৮ জুন) নন্দীগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, হাবিবুর রহমান সম্প্রতি তার পৈত্রিক আট শতক জমিতে একটি বাগান গড়ে তোলেন। সেখানে তিনি ১০০টি বেলজিয়াম, ৪০টি সুপারি এবং তিনটি আম গাছ রোপণ করেন। গাছগুলো গরু-ছাগলের উপদ্রব থেকে রক্ষার জন্য তিনি বাগানটি বাঁশ ও নেট দিয়ে ঘিরে রাখেন। প্রতিদিনের ন্যায় হাবিবুর শুক্রবার বিকেলে বাগান পরিদর্শন করে বাড়ি যায়। পরদিন শনিবার সকালে খবর পায় তার নতুন বাগানে কিটনাশক স্প্রে করে সব গাছ পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা।পরে তিনি স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিদের বিষয়টি জানান এবং দেখান। এছাড়াও তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে বিষয়টি জানান। বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি আমি শুনেছি। এটি খুব দুঃখজনক ঘটনা। এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।