Khaborer Patrika
ঢাকাশুক্রবার , ২৭ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নিজস্ব অর্থায়নে রাস্তা মেরামত করলেন সাবেক এমপি মোশারফ 

প্রতিবেদক
বার্তা কক্ষ
জুন ২৭, ২০২৫ ১০:১২ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার নন্দীগ্রামে  ব্যক্তিগত উদ্যোগে রাস্তা মেরামত করে দিলেন  বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব  মো: মোশারফ হোসেন।

২৬ জুন (বৃহস্পতিবার) সকাল থেকে নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল  ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সিধইল গ্রামের প্রায় হাজারের অধিক মানুষের চলাচল করার একমাত্র রাস্তা (ফোকপাল পাঁকা সড়কের মাথা হতে সিধইল বিয়েগাছ তোলা) পর্যন্ত রাস্তাটি সংস্কার করা হয়েছে। জানা যায়, সিধইল গ্রামের রাস্তাটি অনেক বছর যাবৎ ধরে জনসাধারনের চলাচলের এই একমাত্র রাস্তাটি অনুপযোগী হয়ে পড়েছিল। মানুষের চরম দুর্ভোগের কথা চিন্তা করে নিজ উদ্যোগে সাবেক এমপি মোশারফ নিজ অর্থায়নে রাস্তাটি সংস্কার করে দেন। এর আগেও তিনি সিধইল গ্রামের কয়েকটি রাস্তা সংস্কার করেন নিজ অর্থায়নে। আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো, আমি সব সময় জনকল্যাণমূলক কাজে পাশে আছি সমাজের দরিদ্র অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সর্বশেষে তিনি জিয়া পরিবারের জন্য সাধারণ মানুষের কাছে দোয়া চেয়েছেন।