Khaborer Patrika
ঢাকাসোমবার , ২৩ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রাম উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
বার্তা কক্ষ
জুন ২৩, ২০২৫ ১২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছ। ২৩শে জুন সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সভাকক্ষ ভদ্রাবতীতে উপজেলা নির্বাহী অফিসার মোসা. লায়লা আঞ্জুমান বানু’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার গাজিউল হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার অপূর্ব ভট্টাচার্য, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, বুড়ইল ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, নন্দীগ্রাম সদর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম কামাল, ভাটরা ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাহাবুর রহমান, নন্দীগ্রাম সরকারী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওসমান গনি সরকার বেলাল, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আকতার হোসেন, সাংবাদিক মামুন আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসার এস,এম সারোয়ার জাহান, উপজেলা সমাজ সেবা অফিসার গোলাম মোস্তফা, পল্লি বিদ্যুতের ডিজিএম কায়সার রেজা, মহিলা বিষয়ক অফিসার সুলতানা আক্তার বানু, সমবায় অফিসার ঝরণা রাণী দেবনাথ, কুন্দারহাট হাইওয়ে থানার ওসির প্রতিনিধি সার্জন রাউফুল, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর প্রতিনিধি মাহাবুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, উক্ত সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।