Khaborer Patrika
ঢাকাশনিবার , ২১ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে সাবেক এমপি মোশারফের সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদক
বার্তা কক্ষ
জুন ২১, ২০২৫ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মামুন আহমেদ, স্টাফ রিপোর্টার:

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বগুড়া -০৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। ২১জুন শনিবার বিকেলে উপজেলার চৌমুহনী বাজারসহ বিভিন্ন বাজারে বিএনপি নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন শ্রেণীপেশার মানুষদের সাথে সৌজন্য করেন তিনি। নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ সহ নির্বাচনী এলাকার ভোটারদের নিকট গিয়ে সার্বিক খোঁজখবর নেওয়া সহ সৌজন্য সাক্ষাৎ করছেন তিনি।

সাবেক এমপি মোশারফের সৌজন্য সাক্ষাৎকালে জনতার মাঝে দেখা যায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা। অনেকেই আবেগ আপ্লুত হয়ে বলেন আমরা মোশারফকে আবারও এমপি হিসেবে দেখতে চাই।

তিনি যখন এমপি ছিলেন, সেসময়ে নন্দীগ্রামে রাস্তাঘাট ব্রিজ কালভার্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন করেছেন। নন্দীগ্রামের প্রত্যন্ত অঞ্চলে রয়েছে তার ব্যাপক প্রদচারণা। মোশারফ টিকেট পেলে আমরা সর্বশক্তি দিয়ে তাকে সংসদ সদস্য নির্বাচিত করবো। তার যে জনপ্রিয়তা রয়েছে এবং তিনি বগুড়া-০৪ আসনের সবচেয়ে জনপ্রিয় প্রার্থী। এদিন উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতাকর্মীদের নিয়ে নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন হাটবাজারে গিয়ে জণসাধারনদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি। সৌজন্য সাক্ষাৎকালে বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বগুড়া-০৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, বিগত সময় আমি সংসদ সদস্য থাকা অবস্থায় যেটুকু সময় পেয়েছিলাম নন্দীগ্রামে রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসা, মসজিদ, মন্দির সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন করেছি। এছাড়াও দুঃসময়ে নির্যাতিত নেতাকর্মীদের পাশে ছাঁয়ার মত ছিলাম। আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। আমি আমি মোশারফ বলছি বিএনপি ক্ষমতায় আসলে এলাকাতে কোন বেকার যুবক থাকবেনা, সকলের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। নন্দীগ্রামকে আধুনিক ও মডেল এলাকায় হিসেবে রূপান্তর করা হবে। শিক্ষা চিকিৎসা কৃষি কাজের উপরে ব্যাপক গুরুত্ব সহকারে কাজ করা হবে। এসময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।