সুমন কুমার নিতাই, নিজস্ব প্রতিবেদক: বগুড়ার নন্দীগ্রামে ঐতিহ্যবাহী নারী শিক্ষা কেন্দ্র কাজী আব্দুল ওয়াজেদ বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নিরাপদ সড়ক চাই নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি মোঃ জামাল হোসেন।
সভাপতি নির্বাচিত হওয়ার পর গত ১৭ই জুন (মঙ্গলবার) নব নির্বাচিত সভাপতি মোঃ জামাল হোসেনকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে বরন করে নেন এবং সংবর্ধনা প্রদান করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান।
ওই সময় উপস্থিত ছিলেন নন্দীগ্রামের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মনসুর হোসেন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাহাবুবুর রহমান তোতা, কাজী আব্দুল ওয়াজেদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মজিদ, সহকারী শিক্ষক আবুল কালাম আজাদসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীবৃন্দ।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও মুনসুর হোসেন ডিগ্রি কলেজের সভাপতি শফিউল আলম সুমনসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ।
নব নির্বাচিত সভাপতি মোঃ জামাল হোসেন অত্র প্রতিষ্ঠানকে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকলের দোয়া কামনা করেছেন।