Khaborer Patrika
ঢাকাবৃহস্পতিবার , ৫ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে মহাসড়কে অবৈধ ট্রাক পার্কিং, তিন চালককে জরিমানা

প্রতিবেদক
বার্তা কক্ষ
জুন ৫, ২০২৫ ৩:০৬ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া-নাটোর মহাসড়কে অবৈধভাবে ট্রাক পার্কিংয়ের দায়ে তিন ট্রাক চালককে ১হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৫জুন ) দুপুর ১২টায় বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম সেলিনা ফিলিং স্টেশন এলাকায় মহাসড়কের উপর অবৈধভাবে ট্রাক পার্কিং করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে বাংলাদেশ সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ৩ ট্রাক চালককে ভ্রাম্যমাণ আদালতে তিন হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নন্দীগ্রাম সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।

ভ্রাম্যমাণ অভিযান চলাকালে প্রসিকিউটর হিসেবে ছিলেন এসআই রিয়াজুল ইসলাম । জানা গেছে, বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম সেলিনা ফিলিং স্টেশন এলাকায় মহাসড়কের পার্শ্বে খাবার হোটেল গড়ে ওঠার কারণে দীর্ঘদিন ধরে ট্রাক চালকরা অবৈধ ভাবে ট্রাক পার্কিং করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিলো। বিশেষ করে শুক্রবার হাটবারের দিনে মহাসড়কের অর্ধেক রাস্তা এসব অবৈধ ট্রাক পার্কিং করার কারণে যানজটের সৃষ্টি হতো। গত শুক্রবার ওই স্থানে অবৈধ ভাবে ট্রাক পাকিংয়ের দায়ে চার ট্রাক চালককে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত । নন্দীগ্রাম সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার জানান, মহাসড়কে অবৈধ ভাবে ট্রাক পার্কিং করে প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে ৩ ট্রাক চালককে তিন হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।