বগুড়ার নন্দীগ্রামে সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক শারফুদ্দীন মাহমুদ খানের মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ জুন) নন্দীগ্রাম দলিল লেখক সমিতির আয়োজনে বাদ জোহর সাব-রেজিস্ট্রার অফিস মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
উক্তো মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম দলিল লেখক সমিতির সভাপতি আখতারুজ্জামান উজ্জ্বল, সাধারণ সম্পাদক আব্দুর রউফ রুবেল, দলিল লেখক আব্দুল গফুর সরদার, আব্দুল গফুর খন্দকার, নূর মোহাম্মদ বাদশাহ, আবু তালেব, একাব্বর হোসেন পুটু ও সিয়ামুল হক রাব্বীসহ অন্যান্য দলিল লেখকগণ।
দোয়া মাহফিল পরিচালনা করেন, নন্দীগ্রাম উপজেলা মডেল মসজিদের ইমাম সাইদুর রহমান।