Khaborer Patrika
ঢাকাসোমবার , ১৯ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
বার্তা কক্ষ
মে ১৯, ২০২৫ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া-০৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনকে নিয়ে ফেসবুকে মিথ্যা গুজব ও ভুয়া সংবাদ প্রকাশ করার প্রতিবাদে নন্দীগ্রামে বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯মে) বিকেল ৩টায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির দলীয় কার্যালয় হতে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে নন্দীগ্রাম বীর মুগ্ধ চত্ত্বরে এসে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। প্রতিবাদ সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আলাউদ্দিন সরকার। এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াছিন আলী, বিএনপি নেতা জহুরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, ছাত্র বিষয়ক সম্পাদক সানাউল্লা বাকি, উপজেলা মহিলা দল নেত্রী রেশমা আরা সাথী, বুড়ইল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, নন্দীগ্রাম সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক এলআর, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, ভাটরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ মো. আল-হেলাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, থালতা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা মজিদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসেম আলী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম সবুজ, আরিফুল ইসলাম মজনু, যুবদল নেতা তুষার, আলম, গোলাপ, সজল, রাজু আহমেদ, পৌর যুব দলের আহবায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, যুগ্ম আহবায়ক মতিউর রহমান মুসা, কুরবান আলী, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, পৌর সেচ্ছাসেবকদলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, উপজেলা ছাত্র দলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, সিনিয়র সহ-সভাপতি নবীর শেখ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, যুগ্ম-সম্পাদক শাহীন শেহজাদ, পৌর ছাত্র দলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নূর নবী, সাংগঠনিক সম্পাদক আল-আমিন, নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেদ শাকিল প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, সাবেক এমপি মোশারফ হোসেনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অপপ্রচার চালানো হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।  এই অপপ্রচারের মাধ্যমে রাজনৈতিকভাবে তাকে হেয় করার অপচেষ্টা চলছে। বক্তারা অবিলম্বে এই অপপ্রচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান এবং ভবিষ্যতে এমন অপপ্রচার থেকে বিরত থাকার আহবান জানান।