কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় প্রধান শিক্ষক গোবিন্দ চন্দ্র পালের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় অপরাধীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ মে) সকাল ১১টায় উপজেলার সোনালী ব্যাংক মোড়ে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলের উপস্থিতিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়। সমাবেশে আজাদ আলী গং সন্ত্রাসীদের আইনের আওতায় এনে শাস্তির দাবিতে বক্তব্য রাখেন শিক্ষক শহিদুল ইসলাম, লক্ষী কান্ত রায়, আয়শা বেগম, শিক্ষার্থী বৈশাখী, ঝর্ণাসহ অনেকে।
এই ঘটনায় হামলার শিকার প্রধান শিক্ষক গোবিন্দ চন্দ্র পাল বাদি হয়ে চার জনের নামে রাজারহাট থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রাজারহাট উপজেলার ফুলখাঁর চাকলা স্মার্ট কিন্ডারগার্টেন ও উচ্চ বিদ্যালয়ের নামে থাকা ১৬ শতাংশ জমি ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে আলোচনা হয়। আলোচনার প্রেক্ষিতে জমি ক্রয়ের জেরে জমির ধান কেটে বাড়িতে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের বিবাদের সৃষ্টি হয়। বিবাদ চলাকালীন সময়ে বিবাদীর ডাকে স্কুল থেকে ঘটনাস্থলে গেলে আসামিরা পুর্ব পরিকল্পনা মোতাবেক গালিগালাজ ও হুমকি প্রদর্শন করে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রধান শিক্ষক গোবিন্দ চন্দ্র পালের উপরে হামলা করে সঙ্গে থাকা দুই লক্ষ টাকা ছিনিয়ে নেয়। আহত অবস্থায় স্থানীয় বাসিন্দা ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা আহত প্রধান গোবিন্দ চন্দ্র পাল কে শিক্ষককে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান।
জানলে চাইলে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) তসলিম উদ্দিন বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। অভিযোগের ভিত্তিতে সাব ইন্সপেক্টর তদন্ত করেছেন এবং তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের করা হবে।