Khaborer Patrika
ঢাকারবিবার , ১৮ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

সাম্য হত্যার প্রতিবাদে নন্দীগ্রামে কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
বার্তা কক্ষ
মে ১৮, ২০২৫ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার নন্দীগ্রামে মনসুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮মে) সকাল ১১টায় নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ ফিরোজ আহম্মেদ শাকিলের নেতৃত্বে কলেজ চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে অংশ নেয় পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধান সম্পাদক নূরনবী, কলেজ ছাত্রদলের সাধান সম্পাদক মো: শাকিল হোসেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নবীর শেখ, যুগ্ম সম্পাদক শাহীন শেহজাদ, পৌর ছাত্রদলের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মাহাবুব, কলেজ ছাত্রদলনেতা রাশেদুল, রাব্বী, বাযেজিদ, সাব্বীর, বেলাল, নাইমুর, রাকিব, জহুরুল ইসলাম, রাকিব নাজমুল, সিহাব সহ অত্র কলেজের শিক্ষার্থীবৃন্দ।