Khaborer Patrika
ঢাকাশনিবার , ২৬ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

রাজারহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারে উপজেলা প্রশাসনের সহায়তা প্রদান

প্রতিবেদক
বার্তা কক্ষ
এপ্রিল ২৬, ২০২৫ ১২:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

রতন রায়, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের ছিনাইহাট মৌজার মুন্সি পাড়া গ্রামে অগ্নিকান্ডে পুড়ে যাওয়া তিনটি পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারে উপস্থিত হয়ে খাদ্য সহাসহায়তা প্রদান করেন। খাদ্য সহায়তার পাশাপাশি তিনি আগুনে পুড়ে যাওয়া দুই ব্যক্তি ও গবাদিপশুর সরকারি চিকিৎসা সহ বসতবাড়ি নির্মাণের সহায়তার আশ্বাস দেন। উপজেলা প্রশাসনের পাশাপাশি রাজারহাট উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান লিটন কিছু নগদ অর্থ প্রদান করেন।

এসময় ছিনাই ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা প্রেসক্লাবের সদস্য মোশাররফ হোসেন, রতন রায় ও সোহেল রানা সহ উক্ত এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আগুনে পুড়ে যাওয়ার ঘটনা আমজাদ আলী বলেন, গত মঙ্গলবার ২২এপ্রিল রাত আনুমানিক তিনটার দিকে তাদের গোয়াল ঘরে দেওয়া কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটে। এখান থেকে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে পাশাপাশি অবস্থান করা তার ছেলে সিরাজুল ও শফিকুলের আরও দুটি ঘরে আগুন লেগে যায়। এতে করে গোয়াল ঘরে থাকা একটা গরু তিনটি ছাগল, ২৫ জোড়া কবুতর সহ বেশকিছু হাঁসমুরগি পুড়ে মারা যায়।

অগ্নিকাণ্ডের ঘটনায় রাজারহাট ফায়ার সার্ভিস স্টেশনে ফোন করলে তারা গাড়ি নিয়ে ঘটনা স্থলে প্রবেশের রাস্তা না পাওয়ায় পরিদর্শন করে ফিরে যান। আগুন নেভাতে গিয়ে আমজাদ আলীর মাথা ঘাড় ও পিঠ তার ছেলে শফিকুলের ঘাড়ে আগুনের ফুলকি ছিটকে পড়ে গিয়ে ফোসকা পড়ে গেছে। ক্ষতিগ্রস্ত আমজাদ আলী বলেন আসন্ন কোরবানির ঈদে বিক্রির উদ্দেশ্যে একটা গরু তারা পালন করেছিলেন সেটি পুড়ে মারা যাওয়ায় তাদের পরিবার অনেক ক্ষতির সম্মুখীন। সব মিলে তাদের প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানান তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান বলেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাময়িক খাদ্য সহায়তা প্রদান করা হলো আমাদের পরবর্তী সুবিধাগুলো দ্রুত দেওয়া হবে।