বগুড়ার নন্দীগ্রামে ঈদ পূণর্মিলনী উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা ভাটরা ইউনিয়নের তেঘর গ্রামে জামায়াতে ইসলামী নেতা মাওঃ রুহুল আমিনের আয়োজন এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। নন্দীগ্রাম উপজেলা পরিষদে সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডলের সভপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার আমীর আব্দুল হক সরকার।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ তায়েব আলী, বগুড়া উলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওঃ আলমগীর হোসাইন, বগুড়া-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী নূর মোহাম্মাদ আবু তাহের। অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নন্দীগ্রাম উপজেলা শাখার আমীর আব্দুর রহমান ও সেক্রেটারী গোলাম রব্বানী প্রমুখ। এসময় উপজেলা বিভিন্ন ইউনিয়নের আমীর ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।