Khaborer Patrika
ঢাকাবৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে পুলিশের অভিযানে ওয়ারেন্ট মূলে গ্রেপ্তার- ৬

প্রতিবেদক
বার্তা কক্ষ
এপ্রিল ১০, ২০২৫ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার নন্দীগ্রাম থানা পুলিশের অভিযানে এক রাতে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে থানার উপপরিদর্শক (এসআই) মেহেদি হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্ট মূলে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ইসবপুর গ্রামের রাঙ্গা হোসেন (৩২), সিঞ্জানি গ্রামের আশরাফ আলী (৪৫), কামুল্যা গ্রামের সাইফুল ইসলাম (৪২), ওমরপুর গ্রামের আব্দুল জলিল (২৪), ঢাকইর গ্রামের আজিজুল হক (২৩) ও ভাটগ্রামের রুবেল হোসেন (৪০)। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, বিভিন্ন মামলায় ওয়ারেন্ট মূলে ওই আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আজ বৃহস্পতিবার দুপুরে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।