ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা । দ্রুত এ হামলা ও আগ্রাসন বন্ধের দাবিতে নন্দীগ্রাম উপজেলা জামায়াত,নন্দীগ্রাম উপজেলা আইম্মা পরিষদ, নন্দীগ্রাম উপজেলা ওলামা পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন সহ সাধারণ জনতা বিক্ষোভ- সমাবেশ কর্মসূচি পালন করেছে।
সোমবার (৭ এপ্রিল) বাদ আছর নন্দীগ্রাম কেন্দ্রীয় কলেজ মসজিদ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয় অংশ নেয় হাজারো জনতা। মিছিলটি পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এরপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনজুরুল ইসলাম রাজু, বগুড়া জেলা বিএনপির সদস্য ফজলে রাব্বি তোহা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, সাবেক আমির আনোয়ারুল হক, নন্দীগ্রাম পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল আলিম, পৌর জামায়াতের অর্থ সম্পাদক আব্দুস সাত্তার, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আমিরুল ইসলাম মমিন। পৌর ছাত্র শিবিরের সভাপতি রাশেদুল ইসলাম, ১নং বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া,উপজেলা আইম্মা পরিষদের সভাপতি আব্দুর রাজ্জাক সেক্রেটারি মোসাদ্দেক বিল্লাহ, নন্দীগ্রাম উপজেলা ওলামা পরিষদের সেক্রেটারি মুফতি ওমর ফারুক, মুফতি সাইফুল ইসলাম, মাওলানা আরিফ, ইসলামী ছাত্র আন্দোলন বগুড়া জেলা শাখার সভাপতি আবু নাঈম প্রমুখ। বক্তারা বলেন, আজ ফিলিস্তিন যেন রক্তাক্ত করুণার প্রতিচ্ছবি। আর ইসরাইল একটি রাষ্ট্রের নাম নয়, বরং তা মানবতার বিরুদ্ধে সংঘটিত এক কুখ্যাত সন্ত্রাসী শক্তির নাম। ইসরাইল অবিলম্বে তার হত্যাযজ্ঞ দখলদারিত্ব ও গণবিধ্বংসী কার্যক্রম বন্ধ করুক নতুবা মুসলিম উম্মাহর ধৈর্যের সীমা চূর্ণবিচূর্ণ হয়ে যাবে। আল্লাহর ঘর মজলুম ভাই-বোনদের রক্ষায় আমরা জীবনপণ লড়াইয়ে প্রস্তুত। সন্ত্রাসী ইসরাইলকে আমরা স্পষ্ট বার্তা দিচ্ছি মুসলমানদের প্রতিটি ফোঁটা রক্তের হিসাব এই দুনিয়াতেই দিতে হবে। বক্তারা আরও বলেন, ইসরাইলি আমেরিকান ও ভারতীয় পণ্য সম্পূর্ণভাবে বর্জন করে তাদের অর্থনীতিকে ভেঙে ফেলতে হবে। ইনশাআল্লাহ ফিলিস্তিন মুক্ত হবেই। দখলদার ইসরাইল ধ্বংস হবে। ইতিহাসের আস্তাকুঁড়ে তার নাম চিরতরে বিলীন হয়ে যাবে। মজলুমের কান্না আল্লাহ শুনছেন। জুলুম বেশিদিন টিকে থাকবে না,সহ বক্তারা তাদের বক্তব্যে কঠোর হুঁশিয়ারি প্রদান করেন।