বগুড়ার নন্দীগ্রামে মাদকবিরোধী সচেতনতা তৈরিতে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বিজরুল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন। আজ শুক্রবার বিকেলে বিজরুল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় চত্বরে অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে এক মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনসাধারণ অংশগ্রহণ করেন। “মাদকের বিরুদ্ধে হই সচেতন,বাঁচাই প্রজন্ম বাঁচাই জীবণ” এই শ্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, তরুণ সমাজকে রক্ষা করতে হলে পরিবার, বিদ্যালয় ও সমাজের প্রতিটি স্তরে মাদকের বিরুদ্ধে একযোগে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদের নুরুল ইসলাম মন্ডল, ৫নং ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির আব্দুল হাশেম, মাদ্রাসা শিক্ষক পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ড. আবু সালেহ মামুন, ইবনেসিনা ট্রাষ্ট্রের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার শফিকুল ইসলাম, শিক্ষক আইনুল ইসলাম, মোশারফ হোসেন, বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এএসঅই মোসলেমা খাতুন, থানার এএআই রাজিব, বিজরুল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের উপদেষ্টা তিব্বত হাসান ও অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি সেলিম হোসেন শামীম প্রমুখ। বিজরুল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, এটি তাদের একটি ধারাবাহিক সামাজিক সচেতনতা কার্যক্রমের অংশ, যা ভবিষ্যতেও চলমান থাকবে।