বগুড়ার নন্দীগ্রামে বীরশ্রেষ্ঠ শহীদ সোহেলের পরিবারে উপহার সামগ্রী বিতরণ করেছে নন্দীগ্রাম উপজেলা ছাত্রশিবিরের নেতাকর্মীরা। পবিত্র ঈদুল ফিতরের আনন্দকে ভাগাভাগি করে নিতে ৩১ মার্চ সোমবার ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে উপজেলা ছাত্র শিবিরের নেতাকর্মীরা নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের পুলিশের গুলিতে নিহত শহীদ সোহেলের পরিবারের হাতে এ উপহার সামগ্রী নিয়ে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা ছাত্রশিবিরের সভাপতি, আব্দুল মমিন, সেক্রেটারী মনির হোসেন, পৌর ছাত্রশিবিরের সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ, সেক্রেটারি নাজমুল হক, এছাড়াও বিভিন্ন ইউনিয়নের ছাত্রশিবিরের সভাপতি সেক্রেটারি ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রশিবিরের সভাপতি সেক্রেটারি সহ ছাত্রশিবিরের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে বীরশ্রেষ্ঠ শহীদ সোহেলের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।