Khaborer Patrika
ঢাকাসোমবার , ৩১ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

গণঅভ্যুত্থানে নিহত নন্দীগ্রামের সোহেলের পরিবারে উপজেলা প্রশাসনের ঈদ উপহার

প্রতিবেদক
বার্তা কক্ষ
মার্চ ৩১, ২০২৫ ১২:১১ পূর্বাহ্ণ
Link Copied!

জুলাই-আগস্টের বিপ্লবে নিহত বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের সোহেল রানার পরিবারকে ঈদ উপহার তুলে দিয়েছে নন্দীগ্রাম উপজেলা প্রশাসন। রোববার (৩০ মার্চ) বিকেলে জুলাই ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ সোহেল রানার বাবা ফেরদৌস রহমানের  হাতে এ উপহার তুলে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। 

এর আগে গত (৬ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বগুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুরুতে উপহার সামগ্রী শহীদ সোহেলের পরিবারে পৌঁছে  দিয়েছিলেন উপজেলা প্রশাসন। বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা’র এমন মানবিক উদ্যোগের সন্তুষ্টি প্রকাশ করেছেন গণঅভ্যুত্থানে নিহত সোহেল রানার পরিবার সহ এলাকাবাসী। উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের একদফা আন্দোলনে গিয়ে আন্দোলন চলাকালে ঢাকার যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে নিহত হন নন্দীগ্রাম উপজেলার বীরশ্রেষ্ট শহীদ এই সোহেল রানা।