Khaborer Patrika
ঢাকারবিবার , ২৩ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

সাপাহারে টাপেন্টাডল ট্যাবলেটসহ ফার্মেসী মালিক আটক

প্রতিবেদক
বার্তা কক্ষ
মার্চ ২৩, ২০২৫ ১১:২৩ অপরাহ্ণ
Link Copied!

হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে বিপুল পরিমাণ ভারতীয় নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ খোরশেদ আলম (৩৩) নামে এক যুবক কে আটক করেছেন থানা পুলিশ। আটক খোরশেদ আলম উপজেলার বাহাপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে ও তিলনা রোডে তোহা ফার্মেসীর মালিক বলে জানা গেছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২২ মার্চ) বিকেল তিনটার দিকে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজের নেতৃত্বে পুলিশ উপপরিদর্শক মিলন ও সহকারী পুলিশ উপপরিদর্শক রাসেল হোসেনের সহায়তায় সঙ্গীয় ফোর্স সহ তোহা ফার্মেসীতে অভিযান চালান। এসময় ফার্মেসীতে অভিনব কায়দায় রাখা ১শ পিস টাপেন্টডল ট্যাবলেট সহ আটক করেন।

পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেন অফিসার ইনচার্জ( ওসি) আব্দুল আজিজ। পুলিশের এই ধরনের অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।