Khaborer Patrika
ঢাকাশুক্রবার , ২১ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ব্যক্তি মোশারফকে নয় ধানের শীষ যেখানে আমরা সেখানে থাকবো ইনশাআল্লাহ : সাবেক এমপি মোশারফ

প্রতিবেদক
বার্তা কক্ষ
মার্চ ২১, ২০২৫ ১০:১১ অপরাহ্ণ
Link Copied!

বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের কারণে আপনারা অনেক মামলা হামলা জেল জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন” বাড়ি ঘরে থাকতে পারেন নাই, জেল জুলুম হয়েছে সেই সময় থেকে বিএনপি-জামায়াত সকল নেতাকর্মীদের পাশে আমি ছিলাম, আজ তারা আমাদের বন্ধু, কারো সাথে কেউ ঝগড়া করবেন না, সবাই মিলেমিশে থাকবেন, আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দেব ইনশাআল্লাহ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী সরকার গঠন করতে চাই।

২১ মার্চ শুক্রবার নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বগুড়া -৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশার হোসেন। উক্ত ইফতার মাহফিলে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি’র সর্বস্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও জিয়া পরিবারের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়াও এদিন উপজেলার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে পৃথক পৃথক ভাবে উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ আলাউদ্দিন সরকারের নেতৃত্বে ইফতার মাহফিলে অংশগ্রহণ করে বিএনপির নেতাকর্মীরা।