Khaborer Patrika
ঢাকাবৃহস্পতিবার , ২০ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফএর চাল বিতরণ

প্রতিবেদক
বার্তা কক্ষ
মার্চ ২০, ২০২৫ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

নন্দীগ্রামে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফএর চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের ২৪৪৯ জন সুবিধা বঞ্চিতরা বিনা মূল্যে পেলেন ১০কেজি করে ভিজিএফএর চাল। ঈদুল আজহা উপলক্ষে সহায়তা হিসেবে ২০মার্চ বৃহস্পতিবার এই চাল বিতরণ করা হয়।

এদিন সকাল ১০টায় ১নং বুড়ইল ইউনিয়ন পরিষদ চত্বরে চাল বিতরনের উদ্বোধন করেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া।এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার ফজলুল করিম, অফিস সহকারী আবুল কালাম, তদারকি কর্মকর্তা রবিউল ইসলাম, বিএনপি নেতা মশিউর রহমান মশি, আব্দুর রহিম, উপজেলা মহিলা দলের সভাপতি রেশমা আরা সাথী পরিষদের সচিব আলমগীর কবির, ইউপি সদস্য মহিদুল ইসলাম বাবু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ঠরা জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সহায়তা হিসেবে ইউনিয়নের ২৪৪৯ জন সুবিধা বঞ্চিত দুস্থ্য, অসচ্ছল ও অতি দরীদ্রের মাঝে বিনামূল্যে ১০কেজি করে চাল বিতরণ করা হয়েছে।