বগুড়ার নন্দীগ্রামে ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ই মার্চ সোমবার নন্দীগ্রাম পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ আবুল কালামের সভাপতিত্বে দামগাড়া মাদ্রাসা মাঠে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-০৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।
এছাড়াও এদিন সাবেক এমপি বিভিন্ন ওয়ার্ডের ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, ছাত্র বিষয়ক সম্পাদক সানাউল বাকি, উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম সবুজ, আরিফুল ইসলাম মজনু, যুবদল নেতা গোলাপ হোসেন, রাজু আহমেদ ,সজল হোসেন, তুষার, পৌর যুব দলের আহবায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাজু আহমেদ, সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, উপজেলা ছাত্র দলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, সিনিয়র সহ-সভাপতি নবীর শেখ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, পৌর ছাত্র দলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নূরনবী, সাংগঠনিক সম্পাদক আল-আমিন, মনছুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহমেদ শাকিল, ছাড়াও ২নং ওয়ার্ড বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ জিয়া পরিবারের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।