চলছে পবিত্র রমজান মাস, আর এই রমজান মাসকে ঘিরে বগুড়ার নন্দীগ্রামে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে বৃহস্পতিবার (৬মার্চ) নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন বাজারে অভিযান দিতে দেখা গেছে উপজেলা প্রশাসনকে। এদিন সেমাই কারখানাও দুই মুদি দোকানদারকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করেন ভ্রাম্যাণ আদালতের বিচারক।
এসব তথ্য নিশ্চিত করে নন্দীগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার বলেন, পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে নন্দীগ্রাম উপজেলার পন্ডিতপুকুর ও সিংজানি এলাকায় বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই এর অনুমোদন ব্যতীত অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই প্রস্তুতির অপরাধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউট আইন, ২০১৮ অনুযায়ী উপজেলার সিংজানি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আবু বক্কর সিদ্দিক (৩২) কে ১০ হাজার, পন্ডিতপুকুর বাজারে উৎপল চন্দ্র রায়ের মুদি দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৪ হাজার ও উপজেলার রুস্তমপুরে জাকির হোসেনের মুদি দোকানে পণ্যের মোড়কে বিক্রয় মূল্য, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ লিখা না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এঅভিযান চলাকালে প্রসিকিউটর হিসেবে ছিলেন, বিএসটিআই বগুড়ার পরিদর্শক সাখাওয়াত হোসেন।