Khaborer Patrika
ঢাকাবুধবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে কামনা মেমোরিয়াল ওয়েলফেয়ার ফান্ড কর্তৃক এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা

প্রতিবেদক
বার্তা কক্ষ
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার নন্দীগ্রামে ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কামনা ওয়েলফেয়ার ফান্ড কর্তৃক ২০২৪ সালের এসএসসি পরিক্ষায় ১ম ও ২য় স্থান অধিকারী কৃতি শিক্ষার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদান এবং ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১২টায় ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক, নটরডেম ও জগন্নাথ কলেজের সাবেক লেকচারার আলহাজ্ব মো: হামিদুল (বাদশা) খান চৌধুরী।

প্রধান অতিথীর বক্তব্য হামিদুল (বাদশা) খান চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি সাধন করতে পারে না। সুশিক্ষা গ্রহণ করে তোমরা আগামীতে দেশ ও দশের কল্যাণে কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা। উক্ত সংর্বধনা ও দোয়ার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি জাহেদুর রহিম খান চৌধুরী, নন্দীগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার নাছরিন সুলতান, ভাটরা কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক মাহবুবুর রহমান আকন্দ, বগুড়া আজিজুল হক কলেজের আইসিটি শিক্ষক সোয়াইব ফাহমিদ, সহকারি শিক্ষক আমিনুর, মিজানুর রহমান খান চৌধুরী, অব. শিক্ষক ফরিদ উদ্দিন, ক্রীড়া শিক্ষক আকরাম হোসেন, সাংবাদিক সাহাদত হোসেন সাহীন এবং অভিভাবকবৃন্দ। শেষে এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের দোয়া কামনা করে মোনাজাত করা হয়। অত্র বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল লতিফের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।