বগুড়ার নন্দীগ্রামে জাতীয় স্থানীয় সরকার দিবস পলিত হয়েছে।দিবসটি উপলক্ষ্যে ২৫শে ফেব্রুয়ারী (মঙ্গলবার) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোসা: লায়লা আঞ্জুমান বানু’র সভাপতিত্বে ও জনস্বাস্থ্য প্রকৌশলী শুভ্র বসাক এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, সহকারী কনিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা প্রকৌশলী আবু তালিম, নন্দীগ্রাম (সদর) ইউপি চেয়ারম্যান রেজাউল করিম কামাল, ভাটগ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর রহমান, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, প্রশাসনিক কর্মকর্তা আলমগীর কবির বাবু, আজিজুর রহমান প্রমুখ।