Khaborer Patrika
ঢাকামঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ 

প্রতিবেদক
বার্তা কক্ষ
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

শিক্ষা প্রতিষ্ঠানে ক্লিন ইমেজের ছাত্র রাজনীতি গড়ে তোলার লক্ষ্যে বগুড়ার নন্দীগ্রামে উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম বিতরণ করা হয়েছে। (২৫ ফেব্রুয়ারি) মঙ্গলবার উপজেলার হাটকড়ই ডিগ্রি কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নন্দীগ্রাম উপজেলা শাখার উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে এ প্রাথমিক সদস্য ফরম বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নূরনবি, সরকারি শাহ সুলতান কলেজ মেধাবী ছাত্রদল নেতা তুষার আহম্মেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শেহজাদ শাহীন, সহ ভাটগ্রাম ইউনিয়ন ও ভাটরা ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।

সদস্য ফরম বিতরণ কালে ছাত্রদলের সভাপতি জুয়েল রানা বলেন, গত ১৫ বছরে ছাত্রদল সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। স্বৈরাচারী হাসিনার পতন ঘটাতে গিয়ে আমাদের ছাত্রদলের নেতাকর্মীরা শহীদ হয়েছেন। অসংখ্য নেতাকর্মী হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন।  আর নিষিদ্ধ ছাত্রলীগের প্রেতাত্মা গুপ্ত সংগঠনের সদস্যরা এখন ছাত্রদলকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আওয়ামী লীগ ফ্যাসিস্টরা দেশের শিক্ষাঙ্গণের পরিবেশ ধ্বংস করেছিলো। এখনও ষড়যন্ত্র চলছে। তবে তারা সফল হবে না। শহীদ জিয়া, বেগম জিয়া ও তারেক রহমানের সৈনিক এসব ভয় পায় না। শিক্ষার আলোয় উদ্ভাসিত হয়ে ঐক্যের বন্ধনে,  প্রগতি নিয়ে এগিয়ে যাবে ছাত্রদল ।