Khaborer Patrika
ঢাকাশুক্রবার , ২১ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রতিবেদক
বার্তা কক্ষ
ফেব্রুয়ারি ২১, ২০২৫ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রাত ১২টা ১মিনিটে নন্দীগ্রাম উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা উপজেলা প্রশাসন, নন্দীগ্রাম পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, থানা প্রশাসন, প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

২১ ফেব্রুয়ারি সকালে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধাসরকারি, বেসরকারি অফিস এবং সকল স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ অন্যান্য প্রতিষ্ঠানের ভবন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। এরপর সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসা. লায়লা আঞ্জুমান বানু’র সভাপতিত্বে এবং উপজেলা কৃষি অফিসার গাজিউল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) রোহান সরকার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার কল্পনা রানী রায়, নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার এস, এম সারোয়ার জাহান, উপজেলা সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আক্তার হোসেন দুলাল, দপ্তর সম্পাদক আব্দুল হাকিম, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল প্রমুখ।পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।