Khaborer Patrika
ঢাকাবুধবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

একটি শিক্ষিত জাতি বদলে দিতে পারে দেশ ও জাতির আগামী দিনের রুপ রেখা: সাবেক এমপি মোশারফ

প্রতিবেদক
বার্তা কক্ষ
ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ৯:২৬ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার নন্দীগ্রামে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি বুধবার নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাঝগ্ৰাম ইউনিয়নের গুলিয়া কৃষ্টপুর এমএইচ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজের সাবেক প্রভাষক মোজাহার আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ও বগুড়া -০৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষা হোক সকল মানুষের মৌলিক অধিকার। একটি শিক্ষিত জাতি বদলে দিতে পারে দেশ ও জাতির আগামী দিনের রুপ রেখা। এছাড়াও প্রধান অতিথি তার বক্তব্যে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, থালতা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা মজিদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,  উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।