জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) নন্দীগ্রাম উপজেলা শাখার মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির সাতশতাধিক গাছের চারা রোপন কর্মসূচি পালন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি মোঃ জামাল হোসেন।
২০জানুয়ারি সোমবার বিকেলে উমরপুর বাসস্ট্যান্ডে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম পৌরসভার সাবেক মেয়র সুশান্ত কুমার শান্ত, পৌর যুব দলের আহ্বায়ক গোলাম রব্বানী সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও স্থানীয় নেতৃবৃন্দ এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন।বৃক্ষরোপণকালে নিরাপদ সড়ক চাই (নিসচা) নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি মোঃ জামাল হোসেন বলেন, নিরাপদ সড়ক চাই নন্দীগ্রাম উপজেলা শাখার উদ্যোগে মাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ ধর্মীয় প্রতিষ্ঠানে ফলজ ও বনজ চারাগাছ রোপন করা হয়েছে, পর্যায়ক্রমে আরো সাতশতাধিক গাছের চারা রোপন করা হবে।