বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে নয়া প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে ডাঃ রুমানা আক্তার রোমি যোগদান করেছেন।
রবিবার (১২ই জানুয়ারি) দুপুরে তিনি নন্দীগ্রামে প্রাণিসম্পদ অফিসে যোগদান করেন। এর আগে তিনি পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলায় প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। অপরদিকে সাবেক প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রাণী রায় নন্দীগ্রাম থেকে পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বদলী হয়েছে। নবাগত প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রুমানা আক্তার রোমি নতুন কর্মস্থলে যোগদান করে উপজেলার সর্বস্তরের মানুষের নিকট দোয়া কামনা করেছেন।