Khaborer Patrika
ঢাকাশনিবার , ৪ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত 

প্রতিবেদক
বার্তা কক্ষ
জানুয়ারি ৪, ২০২৫ ৯:৫১ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় নন্দীগ্রাম পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান প্রকৃতির (৩০) মৃত্যু হয়েছে। মেহেদী হাসান প্রকৃতি নন্দীগ্রাম পূর্ব পাড়ার রফিকুল ইসলামের ছেলে ও পৌর বিএনপির সভাপতি মোঃ আলেকজেন্ডারের ভাতিজা।

শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের হাটকড়ই রাস্তার গোয়ালগাড়ী নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, যুবদল নেতা মেহেদী হাসান প্রকৃতি হাটকড়ই থেকে মোটরসাইকেল নিয়ে নন্দীগ্রামের দিকে আসছিলো। এসময় গোয়ালগাড়ী নামক স্থানে এসে দাড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।

এদিকে মেহেদী হাসান প্রকৃতির অকাল মৃত্যুতে নন্দীগ্রামে নেমে এসেছে শোকের ছায়া।