বগুড়ার নন্দীগ্রামে বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজসেবক মোসলেম উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর । জানা গেছে, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় নিজ বাসায় অসুস্থ ও বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার বাদ জোহর নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে থানা পুলিশ তাকে গার্ড অব অনার প্রদান করেন। এরপর জানাজা নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মোসলেম উদ্দিন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নন্দীগ্রাম উপজেলা ইউনিট কমান্ডের কমান্ডার ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন ধর্মীয়, শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেছেন। মোসলেম উদ্দিন নন্দীগ্রাম পূর্বপাড়ার মৃত রতন উল্লাহর ছেলে। এদিকে বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কেন্দ্রীয় কৃষকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। উপজেলা পিএনপির সভাপতি মোঃ আলাউদ্দিন সরকার,সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর,সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম,পৌর বিএনপির সভাপতি মোঃ আলেকজেন্ডার,সাধারণ সম্পাদক কে,এম শফিউল আলম সুমন,নন্দীগ্রাম পৌরসভার সাবেক মেয়র সুশান্ত কামার সরকার শান্ত।উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল,পৌর যুবদলের আহবায়ক গোলাম রাব্বানী,ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, গঠনিক সম্পাদক মেহেদী হাসান, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন সাধারণ সম্পাদক নুরুন্নবী প্রমুখ।