Khaborer Patrika
ঢাকাশনিবার , ২ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া জেলার শ্রেষ্ঠ যুব সংগঠকের পুরস্কার পেলেন নন্দীগ্রামের ইসমাইল

প্রতিবেদক
বার্তা কক্ষ
নভেম্বর ২, ২০২৪ ১:১৬ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া জেলার শ্রেষ্ঠ যুব সংগঠকের পুরস্কার পেলেন নন্দীগ্রাম উপজেলার জাগরণ যুব উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী পরিচালক মোঃ ইসমাইল হোসেন সরকার।শুক্রবার সকাল ১১ টায় জাতীয় যুব দিবস ২০২৪ উপলক্ষে বগুড়া যুব উন্নয়ন অধিদপ্তর হলরুমে এপুরস্কার বিতরণের আয়োজন করা হয়।বগুড়া যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক তোসাদ্দেক হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা তার হাতে এই সম্মাননা ক্রেস্ট তুলে দেন।এসময় উপস্থিত ছিলেন,বগুড়া জেলা পুলিশ সুপার পিপিএম জেদান আল মুসা।বেকারত্ব দূরীকরণ,  সমাজ উন্নয়ন, মাদকবিরোধী কর্মকাণ্ড, বাল্যবিবাহ, গ্রামের তৃণমূল পর্যায়ে  ঝরে পড়া নারীদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বগুড়া জেলার নন্দীগ্রাম, আদমদিঘী ও দুপচাচিয়া উপজেলায় সক্রিয় ভূমিকা পালন করায়  বগুড়া জেলার  শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে নন্দীগ্রাম উপজেলার জাগরণ যুব উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী পরিচালক মোঃ ইসমাইল হোসেন সরকারকে এসম্মাননা প্রদান করা হয়।