Khaborer Patrika
ঢাকাসোমবার , ২৮ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নন্দীগ্রাম ওয়ার্ড সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ২

প্রতিবেদক
বার্তা কক্ষ
অক্টোবর ২৮, ২০২৪ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার নন্দীগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ওয়ার্ড সাধারণ সম্পাদকসহ পৃথক দুই মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ।

জানা গেছে, রবিবার দিবাগত রাতে নন্দীগ্রাম থানা পুলিশ নন্দীগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ডের বিষ্ণুপুর গ্রামের মৃত ফেরদৌস আলীর ছেলে আবু তালহা (২২) ও ভাটগ্রাম ইউনিয়নের পুনাইল গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে জুয়েল হোসেন (২৮) কে গ্রেপ্তার করে। আবু তালহা ২নং ওয়ার্ড ছাত্র লীগের সাধারণ সম্পাদক। আর জুয়েল হোসেনের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি।

সোমবার দুপুরে থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের বগুড়ার আদালতে প্রেরণ করেছে। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।