Khaborer Patrika
ঢাকাশুক্রবার , ২৭ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ভারতে মহানবীকে নিয়ে কটূক্তি করায় নন্দীগ্রাম ওলমা পরিষদের বিক্ষোভ

প্রতিবেদক
বার্তা কক্ষ
সেপ্টেম্বর ২৭, ২০২৪ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:)কে নিয়ে ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিতের কটূক্তির প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রামে ওলামা পরিষদের উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭সেপ্টেম্বর) আছর নামাজ শেষে নন্দীগ্রাম কলেজ মসজিদ থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে বিশাল এক মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। এরপর নন্দীগ্রাম বীর মুগ্ধ মঞ্চে উপজেলা ওলামা পরিষদের সহ-সভাপতি মুফতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও সহ-সেক্রেটারী মুফতি ওমর ফারুকের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্টিত হয় ৷ এতে বক্তব্য রাখেন, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা আব্দুর রহমান, মাওলানা আব্দুল মমিন প্রমূখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, ভারতের মহারাষ্ট্রে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:)কে নিয়ে কটূক্তিকারী  হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও তাকে প্রমোটকারি বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ  রানকে  অতি দ্রুত গ্রেপ্তার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান । অন্যথায় ভারত উপমহাদেশে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট সহ সাম্প্রদায়িক দাঙ্গার প্রবল সম্ভাবনা রয়েছে বলে হুঁশিয়ারি করেন বক্তারা।