Khaborer Patrika
ঢাকাবৃহস্পতিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামের ভাটরা ইউনিয়নে ফ্যামিলি কার্ডে চলছে টিসিবি পণ্য বিতরণ

প্রতিবেদক
বার্তা কক্ষ
সেপ্টেম্বর ২৬, ২০২৪ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সুলভ মূল্যে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। প্রতি মাসের ন্যায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ(টিসিবি) ন্যায্যমূল্যে অসহায় ফ্যামিলি কার্ডধারীদের মাঝে এ পণ্য বিক্রয় করে আসছে।

তারই ধারাবাহিকতায়  ২৬সেপ্টেম্বর বৃহস্পতিবার ও আগামী ২৭সেপ্টেম্বর শুক্রবার দুইদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভাটরা ইউনিয়ন পরিষদে ৪৭০টাকা মূল্য ২কেজি সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল ও ৫ কেজি চাল বিক্রয় কার্যক্রম চলবে। ২৬সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে ফ্যামিলি কার্ডধারীদের মাঝে পণ্য বিক্রয় ও বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ৩নং ভাটরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাবেক ১নং প্যানেল চেয়ারম্যান মাহবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ৩নং ভাটারা ইউনিয়নের  ওয়ার্ড পর্যায়ের সকল ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যাবৃন্দরা। উদ্বোধন কালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুর রহমান বলেন “ভাটরা ইউনিয়নে টিসিবি পণ্য বিক্রয় যথারিতি চলছে। আমি ভাটরা ইউনিয়ন বাসীকে যথাসময়ে পরিষদে উপস্থিত হয়ে সেবা গ্রহণ করার জন্য আহবান জানাচ্ছি।” নায্যমূল্যে টিসিবি পণ্য ক্রয় করতে পেরে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত জনসাধারণ।