Khaborer Patrika
ঢাকাবৃহস্পতিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে ঘরের সিঁধ কেটে এক কৃষকের ৯টি গরু চুরি

প্রতিবেদক
বার্তা কক্ষ
সেপ্টেম্বর ২৬, ২০২৪ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার নন্দীগ্রামে ঘরের সিঁধ কেটে এক রাতে এক কৃষকের নয়টি গরু চুরির ঘটনা ঘটেছে। উপজেলার কৈলগ্রাম এলাকার মৃত হাতেম আলীর ছেলে বাবলু মিয়ার বাড়িতে এ চুরির ঘটনাটি ঘটে। জানা যায়, বাড়ির পিছনের দেওয়াল কেটে বাড়ির ভিতরে প্রবেশ করে গোয়ালে রাখা নয়টি গরু চুরি করে নিয়ে যায় চোরেরা। ৩টি উন্নত জাতের গাভী, ৩টা ষাঁড়া বাছুর ও ৩টা বকনা ছিল। গরুগুলোর বর্তমান বাজারমূল্য ৯ লাখের বেশি বলে দাবি করেছেন কৃষক বাবলু মিয়া। চুরি যাওয়া গরুর মালিক বাবলু মিয়া বলেন, বুধবার রাতে সর্বশেষ গরুগুলোর দেখভাল করে শুয়ে পড়েন। মধ্যরাতে উঠে দেখেন বাড়ির পিছনের সিঁধ কাটা গোয়ালঘরে রাখা নয়টি গরু নেই। দীর্ঘদিন ধরে লালনপালন করা গরুরপাল এক রাতেই সবশেষ হয়ে গেলো।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম বলেন, গরু চুরির বিষয়ে অভিযোগ পেয়েছি গরু গুলো উদ্ধারের জন্য যোর প্রচেষ্টা চালানো হচ্ছে।