বগুড়ার নন্দীগ্রামে ‘বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ’র ৪নং থালতা মাজগ্রাম ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি গৌরব সরকার কাজল ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান নেহাল স্বাক্ষরিত প্যাডে শামিন হোসেন হিমেল কে আহ্বায়ক ও আঃ বারিক কে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি আগামী দুই মাসের জন্য গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক নাজিম হোসেন, শাইদুল রহমান, মাসুম বিল্লাহ, যুগ্ম সদস্য সচিব নাহিদ হাসান, সাদিকুল ইসলাম, সোহেল রানা, সদস্য মো: রিফাত, মেহেদী হাসান, শামিন হোসেন, শাদিকুল ইসলাম, রাশেদ ইসলাম, নয়ন ইসলাম, জিহাদ হোসেন।