Khaborer Patrika
ঢাকারবিবার , ১৫ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে বিএনপির সমাবেশ লক্ষ্য করে ককটেল নিক্ষেপ! বিস্ফোরণে আহত ২

প্রতিবেদক
বার্তা কক্ষ
সেপ্টেম্বর ১৫, ২০২৪ ১০:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

বগুড়ার নন্দীগ্রামে ভাটরা ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভার সমাবেশকে লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ছাত্রদলের দুই নেতা আহত হয়েছে বলে খবর জানা গেছে। এছাড়া ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নন্দীগ্রাম উপজেলার কুমিড়া পন্ডিতপুকুর স্কুলমাঠে দূর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ঘটনা ঘটিয়েছে বলে সঙ্গে অভিযোগ করেছে বিএনপি।

বিকেল ৪টার সময় ভাটরা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সমাবেশ শুরু হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন।

এই ঘটনায় নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাংগঠনিক সমাবেশ শেষ হওয়ার পরপরই বিএনপির সমাবেশে নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটে। স্কুল মাঠে বিকট শব্দে দুটি বিস্ফোরণ হলে নেতাকর্মীরা জীবন বাঁচাতে ছোটাছুটি করার সময় ছাত্রদলের দুইজন নেতা আহত হয়। স্কুল মাঠ সংলগ্ন টাইগার ক্লাবের সামনে থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে কুমিড়া পুলিশ। এই ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপির সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন।

এদিকে শেখ হাসিনার পতনের পর থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা, সাধারণ সম্পাদক আনিছুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা আত্মগোপনে থাকায় কারো মন্তব্য পাওয়া যায়নি।

সমাবেশ ককটেল বিস্ফোরণের ঘটনায় নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসাইন আজম বলেন, দূর্বৃত্তদের নিক্ষেপ করা ককটেলের মধ্যে দুটি বিস্ফোরণ ঘটেছে। একটি অবিস্ফোরিত হাতবোমা পাওয়া গেছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এদিন মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর,পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াসিন আলী।

আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জহুরুল মাস্টার, সাবেক থানা বিএনপি’র সাধারণ সম্পাদক গোলাম হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন ,২নং ইউনিয়নর সাবেক চেয়ারম্যান আব্দুল বারেক, ২নং সদর ইউনিয়ন বি এন পির সভাপতি আবু বক্কর সিদ্দিক এল আর, ৩নং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রানা ,৪ নং ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা, পৌর বিএনপি সাংগঠনিক বাচ্চু হোসেন, গোলাম হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ মহিলা দল, যুবদল ,স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।