Khaborer Patrika
ঢাকাশনিবার , ৭ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সিংড়ায় সাংবাদিকদের সাথে বিএনপি নেতার মতবিনিময় সভা

প্রতিবেদক
বার্তা কক্ষ
সেপ্টেম্বর ৭, ২০২৪ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

শুভ সরকার, সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় মডেল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে বিএনপি নেতা উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে৷

  1. শনিবার সকাল ১১ টায় সিংড়া মডেল প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় বিএনপি নেতা সততা, নিষ্ঠার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশনার জন্য সাংবাদিকদের কাছে আহবান জানান। ভুল, তথ্য পরিবেশনার মাধ্যমে সমাজে বিভ্রান্তি ছড়ায়। তাই কোনো ব্যক্তি নয় সমাজের স্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আরিফ, যুগ্ন সাধারণ সম্পাদক কায়েম উদ্দিন, রনজু আহমেদ রাহাত, সাংগঠনিক সম্পাদক রবিন খান, কোষাধ্যক্ষ লিটন আহমেদ, দপ্তর সম্পাদক সারোয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফজলে রাব্বি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শুভ সরকার, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মাসুদ রানা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সুজিত সাহা, রুপালী দেশের সাংবাদিক আলআমিন, মুক্ত খবরের সাংবাদিক মোতালেব হোসেন, ঢাকা রিপোর্ট সাংবাদিক ইব্রাহিম হোসেন, দৈনিক ভোরের চেতনা সাংবাদিক ফারুক হোসেন প্রমুখ।