Khaborer Patrika
ঢাকাশুক্রবার , ৬ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

প্রতিবেদক
বার্তা কক্ষ
সেপ্টেম্বর ৬, ২০২৪ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও জিয়া পরিবারের জন্য দোয়া কামনায় মিলাদ মাহফিল  অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া ৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন এমপির নির্দেশে নন্দীগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন ও ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু এর উদ্যোগে বাদ জুম্মা এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সিপন তালুকদার, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওয়াদুদ, সাংগাঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, আঃ মতিন, স্বেচ্ছাসেবক দলনেতা রবিউল, ইউনুছ আলী, হাফিজ, আব্দুল ওহাব, দেলোয়ার,  মাহাবুর প্রমুখ।

দোয়া মাহফিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা ও আন্দোলনে আহত হয়ে হসপিটালে ভর্তি রত শিক্ষার্থীদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।