বগুড়ার নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের উদ্যোগে ১নং বুড়ইল ইউনিয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে ধুন্দার হাইস্কুলের হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়। নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি ও ১নং বুড়ইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলামের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক,সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান,যুগ্ম-সাধারণ সম্পাদক শাহীন শেহজাদ,পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন,সাধারণ সম্পাদক নূরনবী,সহ-সভাপতি আসাদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আল-আমীন,যুগ্ম সাধারন সম্পাদক সিজান আহমেদ, ১নং বুড়ইল ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমীর আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ আনিস প্রমুখ। বক্তারা
বলেন, বিএনপির নামে কোথাও কেউ যদি কোন সন্ত্রাস, চাঁদাবাজি করে এমনকি দলের মান সম্মান নষ্ট করার চেষ্টা করে আপনারা তা নিজ হাতে প্রতিহত করবেন, এবং মোশারফ হোসেন এমপির নির্দেশনা মেনে চলবেন। দলে কেউ যেন কোথাও অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে, বহিরাগতরা যেন দলে ঢুকে দলের মান-সম্মান ক্ষুন্ন করতে না পারে সেদিকে আপনাদের দৃষ্টি রাখতে হবে। এছাড়াও বক্তারা সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন এমপির বিগত দিনের উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে আলোচনা করেন। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন, নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সিয়াম ও প্রচার সম্পাদক সুমন আহমেদ।