Khaborer Patrika
ঢাকাশুক্রবার , ৩০ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে বুড়ইল ইউনিয়ন বিএনপির মত বিনিময় সভা

প্রতিবেদক
বার্তা কক্ষ
আগস্ট ৩০, ২০২৪ ১:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

বগুড়ার নন্দীগ্রামে বুড়ইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) উপজেলা বিএনপি’র সংগ্রামী সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে ১নং বুড়ইল ইউনিয়ন বিএনপি নেতাকর্মীদের নিয়ে বুড়ইল বাজারে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়।

শুরুতেই মতবিনিময় সভায় বক্তব্য প্রদানকালে সভাপতি  আলউদ্দিন সরকার কোটাসংস্কার আন্দোলনে শহীদ ছাত্রদের আত্মার মাগফেরাত কামনা, তাদের পরিবারের প্রতি সমবেদনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা এবং জিয়া পরিবারের জন্য দোয়া কামনা করেন।

মতবিনিময় কালে সভাপতি ইউনিয়ন বিএনপি’র সকল স্তরের নেতাকর্মী ও অঙ্গ সহোযোগী সংগঠনের নেতাকর্মীর প্রতি আহবান করে বলেন খুনি শেখ হাসিনার অবৈধ সরকারের পতনের পর বিদেশে গিয়ে গভীর ষড়যন্ত্র করছে। তাই হাসিনা সন্ত্রাসি সংগঠনকে মুছে ফেলার জন্য সবাইকে ( তৃনমুলকে) ঐক্য বদ্ধ থেকে মোকাবিলা করতে হবে। আপনারা সকল সাধারণ মানুষের নিকট যাবেন মতবিনিময় করবেন এবং সন্ত্রাস, চাঁদাবাজি থেকে নির্ভয়ে থাকার নিশ্চয়তা দিবেন। দেশ উন্নয়ন ও এই সংকট মোকাবেলায় কাধে কাধ মিলিয়ে বিএনপির পাশে থাকার জন্য আহব্বান করবেন। উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন,নন্দিগ্রাম উপজেলা ছাত্রদলের সংগ্রামী সফল সভাপতি জুয়েল রানা। উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজার রহমান শাহিন, ক্রীয়া সম্পাদক আব্দুর রহিম, সহ-কোষাধক্ষ্য এবং ১নং বুড়ইল ইউনিয়ন বিএনপির ১নং সহ-সভাপতি ও ৮ নং ওয়ার্ড বিএনপি এর সভাপতি মো: জাকারিয়া। আরো উপস্থিত ছিলেন সাবেক সংগ্রামী ছাত্রনেতা  নন্দীগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১ নং যুগ্ন আহবায়ক, সাবেক আহ্বায়ক ১ নং বুড়ইল ইউনিয়ন ছাত্রদল মোঃ মতিউর রহমান মুসা  , যুগ্ম আহ্বায়ক মোঃ কুরবান আলী। ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম । ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মতি বাবু, সাধারণ সম্পাদক আজাহার আলী। ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম। ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক ফজলুর রহমান। ৫ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিন। ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক , সাংগাঠনিক সম্পাদক উজ্জল, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমির আলী, সাধারণ সম্পাদক কলিমদ্দিন সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান । ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জাকারিয়া হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সবুজ। ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কুরবান আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম। ১নং বুড়ইল ইউনিয়ন যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুর রাজ্জাক বিএনপি ও অঙ্গ সহোযোগী সংগঠনের নেতা কর্মী।